ইসলামপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষন মামলায় যুব্ক আটক


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে শারিরিক প্রতিবন্ধী তরুণী ধর্ষন মামলায় সজীব (১৮) নামের এক যুব্ককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সজীব উপজেলার নোয়ার পাড়া ইউনিয়নের উলিয়া গ্রামের হুমায়ুন কবীর চাকলাদারের ছেলে।
নোয়ারপাড়া ইউনিয়নের বৌশেরগড় এলাকায় যমুনার নদীর উপারে ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধীর বাবা গত সোমবার (২৬ এপ্রিল) ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, শারিরিক প্রতিবন্ধী ইসলামপুর জেজেকেএম গালর্স স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী। সজীবের সাথে তার মোবাইলে পরিচয় হয়।
গত শনিবার (২৪ এপ্রিল) কেনাকাটা করতে ইসলামপুর শহরে আসলে প্রতিবন্ধি ওই ছাত্রীর সাথে দেখা করে বেড়ানোর কথা বলে ৩ বন্ধু সহ উলিয়া এলাকার যমুনার নদীর উপারে নিয়ে যায়। এ সময় জোর পূর্বক তারা ভুট্রা ক্ষেতে নিয়ে সজীব তাকে ধর্ষণ করে। এ সময় জানিক মাহমুদ নামের এক ব্যক্তি দেখে ফেলায় তারা প্রতিবন্ধীকে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খবর দিলে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বিটিসি নিউজকে জানান- প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় তার বাবা পরের দিন মামলা দায়ের করেছেন। ওইদিন আমরা ধর্ষককে আটক করে আদালতে প্রেরণ করেছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.