ইসলামপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের আমৃত্যু কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় পিতাকে হত্যার দায়ে পুত্রের আমৃত্যু সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে আসামির বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
আজ সোমবার (০৮ নভেম্বর) ২০২১ দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ জুলফিকার আলী খান এই দন্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র গণমাধ্যমকে জানান, ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর (পুর্ব শশারিয়াবাড়ী) এলাকার অজর উদ্দিন তার পুত্র রুকনুজ্জামানকে হাফেজি লাইনে লেখাপড়া করান। ২০১২ সালের রমযান মাসে ছেলেকে গ্রামের মসজিদে ইমামতি করতে বলেন অজর উদ্দিন।
সে সময় ছেলে ইমামতি করতে রাজি না হওয়ায় তিনি ছেলেকে বকা দেন। ওই ঘটনার জেরে, ২০১২ সালের ২১ জুলাই রাতে নিজ বাড়িতে সেহরী খেতে বসেন অজর উদ্দিন ও তার স্ত্রী কমলা বেগম। তখন রুকনুজ্জামান খোকন বাঁশের লাঠি দিয়ে তার পিতাকে পিটিয়ে হত্যা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.