ইসলামপুরে নোয়ারপাড়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান সুরুজ্জামানের শপথ গ্রহন
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান সুরুজ্জামানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরুজ্জামান সুরুজের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এসময় উপ পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন,ইউনিয়ন আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা মাস্টার সহ অন্যান্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যে ৫নং নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়। গত ১০অক্টোবর অনুষ্ঠিত নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে সুরুজ্জামান সুরুজ ৩ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
তার প্রতিদ্বন্ডী সতন্ত্র প্রার্থী মশিউর রহমান আনারস প্রতীক নিয়ে ২হাজার ১৪৭ ভোট পান। শপথ গ্রহন করে তিনি ইউনিয়ন বাসীর উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.