ইসলামপুরে নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে ইউএনও’র বিভিন্ন হাট বাজার পরিদর্শন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম বিভিন্ন হাট বাজার পরিদর্শন করেছেন।
রমজান মাস উপলক্ষে আজ শুক্রবার উপজেলার সবচেয়ে বড় বাজার গুঠাইল বাজারে নিত্য-পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজারে পণ্যের দাম মনিটরিং করেন এবং পণ্যের দাম যাতে সাধারন মানুষের নাগালের মধ্যে থাকে সে ব্যাপারে কাঁচা বাজার ব্যবসায়ী ও হাট ইজারাদার সাইফুল ইসলাম রাজু-কে নির্দেশনা প্রদান করেন এবং পিঁয়াজের বাজার ওশুকনা মরিচের বাজার ও মাংস, কাচা বাজার পরিদর্শন করেন।
এ সময় হাট- ইজারাদারসাইফুল ইসলাম ,জেলা পরিষদ সদস্য ওয়ারেস আলী, সাংবাদিক ওসমান হারুনী ,লিয়াকত হোসাইন লায়ন ও শহিদুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, লকডাউন ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.