ইসলামপুরে নদী ভাঙ্গন রোধে ধর্ম প্রতিমন্ত্রীর বাঁশ পাইলিং উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর,গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর,ও চর গোয়ালীনি ইউনিয়নের লক্ষীপুর ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে বাঁশ পাইলিংয়ের শুভ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল।
শনিবার দিনব্যাপী তিনটি স্থানে বাঁশের পাইলিংয় উদ্বোধন করেন। চন্দনপুর মোড়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এলাকাবাসীকে চাঁদা ও স্বেচ্ছাশ্রম দিয়ে কাজের সহায়তায় করায় প্রশংসা করেন। তিনি দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নকে জনগণের মধ্যে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এসময় উপজেলা চেয়ারম্যান এড জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মু.তানভীর হাসান রুমন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী,পৌর মেয়র আঃ কাদের শেখ,চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,সরদার জাকিউল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.