ইসলামপুরে নদী ভাঙ্গন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে নদী ভাঙ্গন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্তরে সদর ইউনিয়নের আলাই  নদী ভাঙ্গনে বসত বাড়ী বিলীন হওয়া ৭ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও শিশু খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন।
ত্রাণ হিসেবে পরিবারগুলো ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন,১কেজি চিনি,মরিচের গগুড়া, ধনিয়া গুড়া ও হলুদ গুড়াসহ আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও দুধ,সুজি,বিস্কুট সহ শিশু খাদ্য দেওয়া হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.