ইসলামপুরে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, কৃষি খাতে ভর্তুকি দেয়ায় কৃষকরা কৃষি কাজে উদ্বুদ্ধ হয়েছে বলেই বাংলাদেশ আজ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিনত হয়েছে এবং সুগন্ধি চাল রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উপশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তানভীর হাসান রুমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলার ৭৩০ জন কৃষকের মাঝে প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.