ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীর জেএসপি প্রকল্পের গোয়ালেরচর কাছিমারচর ভায়া মালমারা ব্রীজ উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নের জেএসপি(জামালপুর-শেরপুর) প্রকল্পের আওতায় গোয়ালেরচর কাছিমারচর ভায়া মালমারা ব্রীজ শুভ উদ্বোধন মাওলানা পাড়া ব্রীজের শুভ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
প্রতিমন্ত্রী বুধবার বিকালে এলজিইডি বাস্তবায়নে ৫কোটি ৪৬লাখ ৪৭হাজার ৩৩৩টাকা ব্যয়ে জামালপুর-শেরপুর প্রকল্প (জেএসপি) প্রকল্পের আওতায় ১৫০০মি: চেইনেজ এবং ৮০.১০মি: পিএসসি এন্ড আরসিসি গার্ডার ব্রীজটি নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী সারাদেশে চলমান উন্নয়ন ধরে রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আ: ছালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা প্রকৌশলী আমিনুল হকসহ উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যান্যরা ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.