ইসলামপুরে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার রাতে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ভ্রাম্যমান প্রতিনিধি কোরবান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রোমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ ভাইস  চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু. উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বেলগাছা ইউপি চেয়ারম্যান আঃ মালেক দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর মিয়া, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন।
এতে ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, আঃ সামাদ, লিয়াকত হোসাইন লায়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী, জনপ্রতিনিধি, সুধীজন এতে অংশ নেন।
আলোচনা সভাটি পরিচালনা করেন, দৈনিক গণমুক্তি পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ফারুক আল আজাদ বকুল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.