BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে তালিকা জটিলতায় থমকে গেছে চর পুটিমারী উন্নয়ন প্রকল্প

ইসলামপুরে তালিকা জটিলতায় থমকে গেছে চর পুটিমারী উন্নয়ন প্রকল্প

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন সরকারি বরাদ্দ পাওয়ার পরও তালিকা জটিলতায় থমকে আছে ইউনিয়নের উন্নয়ন প্রকল্প। পরিষদ ও দলের রেষারেষিতে উন্নয়ন কার্যক্রম ব্যহত হওয়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউনিয়ন বাসী।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়নের জন্য চরপুটিমারী ইউনিয়নে কাবিটা প্রকল্পে ১২ লাখ ১৪ হাজার ৮০ টাকা, টিআর প্রকল্পে ৮ লাখ ৯৭ হাজার ১৫৯ টাকা, ৭ দশমিক ২৪০ মেট্রিক টন চাল ও ৭ দশমিক ২৪০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ ও দলীয় রেষারেষিতে নির্ধারিত সময়ে প্রকল্পের তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা না দেওয়ায় ওই ইউনিয়নের উন্নয়ন কাজের প্রক্রিয়া অনিশ্চিৎ হয়ে পড়েছে।

উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বিএনপি (উত্তর) শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, তালিকা জমা দেওয়ার সময় সীমার বিষয়টি আমাদের জানা ছিল না। আগামী রবিবারের মধ্যে আমরা তালিকা জমা দেব।

অপরদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, ইউনিয়নে বরাদ্দকৃত ১১টি প্রকল্পের মধ্যে স্থানীয় বিএনপি ৮টি প্রকল্প নিয়েছে। পরিষদের জন্য মাত্র ৩টি প্রকল্প রেখেছে। তাদের নেওয়া প্রকল্প গুলোর তালিকা না দেওয়ায় আমি উপজেলা অফিসে জমা দিতে পারিনি।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরে এ শেফা বলেন, চরপুটিমারী ইউনিয়নকে তালিকা দেওয়ার জন্য নির্ধারিত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা সময় মতো জমা না দেওয়ায় অন্য ইউনিয়ন গুলোর তালিকা জেলা অফিসে পাঠানো হয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে রাতের আঁধারে আমবাগানে দুর্বৃত্তদের তাণ্ডব, কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ও প্রবেশকারী সব তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের সীমান্তে সংঘর্ষ চলছেই: থাইল্যান্ডের ১৯ জন নিহত, কম্বোডিয়ার নিহত-১৭ গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার গাজা পরিকল্পনায় পাকিস্তানি সেনা পাঠানোয় আলোচনার কেন্দ্রে আসিম মুনির উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না : আসামের মুখ্যমন্ত্রী যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের অস্টেলিয়ার ঘটনাকে ‘চরম ইসলামপন্থী সন্ত্রাসী হামলা’ আখ্যা তুলসী গ্যাবার্ডের ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা