BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে তালিকা জটিলতায় থমকে গেছে চর পুটিমারী উন্নয়ন প্রকল্প

ইসলামপুরে তালিকা জটিলতায় থমকে গেছে চর পুটিমারী উন্নয়ন প্রকল্প

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন সরকারি বরাদ্দ পাওয়ার পরও তালিকা জটিলতায় থমকে আছে ইউনিয়নের উন্নয়ন প্রকল্প। পরিষদ ও দলের রেষারেষিতে উন্নয়ন কার্যক্রম ব্যহত হওয়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউনিয়ন বাসী।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়নের জন্য চরপুটিমারী ইউনিয়নে কাবিটা প্রকল্পে ১২ লাখ ১৪ হাজার ৮০ টাকা, টিআর প্রকল্পে ৮ লাখ ৯৭ হাজার ১৫৯ টাকা, ৭ দশমিক ২৪০ মেট্রিক টন চাল ও ৭ দশমিক ২৪০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ ও দলীয় রেষারেষিতে নির্ধারিত সময়ে প্রকল্পের তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা না দেওয়ায় ওই ইউনিয়নের উন্নয়ন কাজের প্রক্রিয়া অনিশ্চিৎ হয়ে পড়েছে।

উপজেলার চরপুটিমারী ইউনিয়ন বিএনপি (উত্তর) শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, তালিকা জমা দেওয়ার সময় সীমার বিষয়টি আমাদের জানা ছিল না। আগামী রবিবারের মধ্যে আমরা তালিকা জমা দেব।

অপরদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, ইউনিয়নে বরাদ্দকৃত ১১টি প্রকল্পের মধ্যে স্থানীয় বিএনপি ৮টি প্রকল্প নিয়েছে। পরিষদের জন্য মাত্র ৩টি প্রকল্প রেখেছে। তাদের নেওয়া প্রকল্প গুলোর তালিকা না দেওয়ায় আমি উপজেলা অফিসে জমা দিতে পারিনি।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরে এ শেফা বলেন, চরপুটিমারী ইউনিয়নকে তালিকা দেওয়ার জন্য নির্ধারিত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা সময় মতো জমা না দেওয়ায় অন্য ইউনিয়ন গুলোর তালিকা জেলা অফিসে পাঠানো হয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বাগেরহাটে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষে জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত নারীদের পেছনে রেখে আমরা এগোতে পারব না : ধর্ম উপদেষ্টা রাজশাহী নগরীতে সাইবার প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার দুই ঘন্টার চেষ্টায় রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে লোকাল ট্রেনের বগিতে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা সাংবাদিক সোহেলকে তুলে নেয়ার ঘটনা খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার বিজয় দিবস উদযাপনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ আগুন