ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে হত দরিদ্রদের মাঝে ধর্ম প্রতিমন্ত্রী’র মশারী বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের ২৫ শত হত দরিদ্রদের মাঝে মশারী বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।
ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পার্টিসিপেটরী অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার আয়োজনে শনিবার ফরিদুল হক খান অডিটরিয়ামে আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে উপজেলার সদর,বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে মশারী তুলে দেন তিনি।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের,অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, জেজেলা পরিষদ সদস্য রোজিনা আক্তার চায়না, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সজল গোমেজ, পারি এনজিও’র এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পাল,বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী পাঁচবাড়িয়া,শিংভাঙ্গা ও বেঁড়েগ্রামকে বাল বিবাহ মুক্ত ঘোষণা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.