ইসলামপুরে ডিলার রাজিবের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খায়রুল বাসার রাজিবের বিরুদ্ধে ডিলার শর্তভঙ্গসহ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা পাথর্শী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তভোগী অনেক নতুন ও পুরাতন কার্ডধারীদের অভিযোগ, তাদের গত ডিসেম্বর মাসের  চাল দেওয়া হয়নি। বর্তমানে চলতি সপ্তাহে মার্চ মাসের চাল নিতে গেলে ডিলার খায়রুল বাসার রাজিব এক মাসের চাল দিয়ে সুভিধাভোগীর কার্ডে দুই মাসের ঘরে বিতরণ সই-স্বাক্ষর করে।
এব্যাপারে ভোক্তভোগী উপকারভাগী ক্রেতারা প্রতিবাদ করলে ডিলার রাজিব জানান, আগের মাসের চাল চেয়ারম্যান মেম্বাররা মেরে খেয়েছে।
এব্যাপারে ভোক্তভোগী কার্ডধারী স্থানীয় পাথর্শী ইউনিয়ন পরিষদের  ৪. ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য নাছিমা আক্তার উপরোক্ত অভিযোগের ব্যাপারে জানান, ডিলার সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি করে পরিষদের সদস্যদের দোষ দিচ্ছে কেন। এটা ঠিক নয়। কারণ ওই চালের সাথে পরিষদের কোন সম্পৃক্ততা নেই।
অভিযোক্ত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খায়রুল বাসার রাজিবের সাথে এব্যাপারে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফ আলী খান বিটিসি নিউজকে জানান, তিনি এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.