ইসলামপুরে জমি দখলের প্রতিবাদে ভূক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পৌর এলাকার গাঁওকুড়া কাচারী মোড়ে প্রতিপক্ষ রুবেল ও হ্যাপী গংদের বিরুদ্ধে জমি দখলের পায়তারা, দোকান লুটপাটসহ টিন সেট ঘর ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার।
শনিবার ২২ জুলাই পৌর শহরের কাচারী মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহনাজ পারভীন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর রাসেল মিয়া বক্তারা রাখেন।
তারা বলেন প্রতিপক্ষ রুবেল মন্ডল ও হ্যাপী গংরা রাতের আঁধারে তাদের জমি বেদখল করার পায়তারায় তাদের দোকান ও টিন সেট ঘর ভাংচুর করেছে। তারা এই ঘটনায় ন্যায় বিচার পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয় মারুফা আক্তার হ্যাপি সাংবাদিকদের জানান,আমাদের বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.