ইসলামপুরে জন সচেতনতা বৃদ্ধিতে তৎপর প্রশাসন পুলিশের মাস্ক বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জন সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে উপজেলা ও পুলিশ প্রশাসন। জনসচেতনতা বৃদ্ধিতে ও মাস্ক ব্যবহারে শতভাগ কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম বিভিন্ন হাট, বাজারে অভিযান চালান।
অন্য দিকে, জন সচেতনতা বৃদ্ধিতে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে গতকাল সোমবার ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া এবং অফিসার ইনচার্জ মো.মাজেদুর রহমান প্রচারণা চালান ও শহরের বিভিন্ন মোড়ে মাস্ক বিতরণ করেন।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, ‘আমরা লকডাউন কার্যকর ও জন সচেতনতা বৃদ্ধিতে আমাদের অভিযান চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলাম জানান, -করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়নে জনসাধারণকে সচেতন সৃষ্টি করতে সব জায়গায় অভিযান চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.