ইসলামপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর ছাত্রলীগ উপজেলা শাখা, শহর ও পৌর শাখা যৌথ উদ্দ্যোগে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুস্প মাল্য করা হয়। পরে  একটি আনন্দ মিছিল বের করে শহর প্রদক্ষিন করে বটতলা চত্তরে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
উপজেলা ছাত্রলীগ সভাপতি রকিব চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর,সাবেক সভাপতি মনিরুজ্জাম মনি,জিয়াউল হক জুয়েল প্রমূখ।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড,আঃ সালাম, যুগ্ম সম্পাদক এড,জামাল আব্দুন নাছের বাবুল,উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, ত্রাণ সম্পাদক আব্দুল খালেক আকন্দ সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মী এতে অংশ নেয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.