ইসলামপুরে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ৫ শতাধিক ঘরবাড়ি, খোলা আকাশের নিচে মানবেতন জীবনযাপন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ৫শতাধিক বাড়িঘর লন্ড ভন্ড হয়েছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
জানা গেছে, ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে সাপধরী ইউনিয়নের চার শতাধিক কাঁচা ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশারীডোবা গ্রামেই শতাধিক ঘরবাড়ী লন্ডভন্ড হয়ে গেছে। বহু ঘরের চাল উড়ে গেছে। অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে। কাশারীডোবা স্কুলঘর, আমতলী মসজিদসহ প্রজাপতি, চরশিশুয়া, দক্ষিণ শিশুয়া, মন্ডল পাড়া, চেঙ্গানিয়া, আকন্দ পাড়া, কোদাল ধোয়া, কটাপুর, জোড়ডোবা ও নামারচর গ্রামের অন্তত: চার শতাধিক ঘরবাড়ী ভেঙ্গে পড়েছে।
এছাড়াও বেলগাছা ইউনিয়নের মন্নিয়ার চর,বরুল, সিন্দুরতলী,শিলদহ এলাকার মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। চর পুটিমারী,চর গোয়ালিনী,চিনাডুলী, সদর,পলবান্ধা ইউনিয়ন,ও পৌর এলাকার কাচা-পাকা ঘরবাড়ি শত-শত গাছ পালা দুমড়ে মুচড়ে গেছে। এতে এলাকায় সকল শ্রেনী মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল বিটিসি নিউজকে জানান, গত রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ৪শতাধিক বাড়িঘর অসংখ্য গাছপালা ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে।
বেলগাছা ইউপি চেয়ারম্যান আঃ মালেক বিটিসি নিউজকে জানিয়েছেন, অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান ক্ষতিগগ্রস্ত এলাকা ও পরিবারদের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.