ইসলামপুরে গৃহবধুর ফাঁসিতে ঝুলানো মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌর শহরের কৈবত পাড়ায় শ্রী প্রীতি রানী দাস নামে এক গৃহবধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ।
জানা যায়, নিহত প্রীতি রানী (১৮)মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের চিত্তরঞ্জন পালের মেয়ে। গত ১ বছর আগে তাদের ইসলামপুর শহরের কৈবত পাড়া স্বপন দাসের ছেলে শ্রী রাজন কুমার দাস (২২)এর সাথে বিয়ে হয়।
শনিবার (২২জুলাই) সকালে শহরের কৈবত পাড়া স্বামী রাজন বাজার শদাই করে নিয়ে এসে স্ত্রীকে ঘরের দরজা খোলতে বল্লে না খোলায় দরজা ভেংগে দেখেন তার স্ত্রী ছিলিং ফ্যানে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে রয়েছে। এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করেছে।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান মাজেদ বিটিসি নিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.