ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে কৃষক আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি শহিদুর রহমানসহ তিন আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে গ্রেফতার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার পলবান্দা ইউনিয়নের চর চারিয়া গ্রামে থেকে তাদের আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, নিহত আব্দুল আজিজ ও শহিদুর রহমানের পরিবারের মধ্যে সাত একরের অধিক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৯ জুন দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল আজিজসহ অন্তত ১০ জন আহত হয়।
এ ঘটনায় ২০ জুন আজম খন্দকার ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। গুরুতর আহত আব্দুল আজিজ (২৫ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার আবারো বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষ করতে যায় আজিজ হত্যা মামলার প্রধান আসামি শহিদুর রহমানসহ অন্য আসামিরা। এতে দু’পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়। বিরোধপূর্ণ ওই জমির দু’পাশে দেশীয় অস্ত্র-সশস্ত্র নিয়ে অবস্থান নেয় উভয়পক্ষ।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ দেওয়ানগঞ্জ অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে কৃষক আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামির শহিদুর রহমানসহ তিন আসামিকে আটক করে। শুক্রবার ২৫ জুলাই তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.