ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কৃষকের ধান কেটে দেওয়া অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে রবিবার জামালপুরের ইসলামপুর পৌর এলাকার নটারকান্দা গ্রামের দরিদ্র কৃষক হারুন মিয়ার ১বিঘা জমির ধান কেটে দিয়েছে শহর যুবলীগ।
উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য মোরাশেদুর রহমান মাসুম এই ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন।
এতে উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু,শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু, কৃষকলীগ সভাপতি নুরল ইসলাম,সাধারণ সম্পাদক আঃ মতিন, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক জুলহাস মিয়া, ত্রান বিষয়ক সম্পাদক মোহন মিয়া, সদস্য দেলোয়ার হোসেন,সৈয়দ এনামুর রকিব, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমূখ।
এতে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.