ইসলামপুরে কুলকান্দি ইউনিয়ন আ’ লীগের সম্মেলন অনুষ্ঠিত


জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কুলকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের আয়োজনে উৎসব মূখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুরের উন্নয়নের কর্মবীর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান। প্রধান বক্তা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম,বিশেষ অতিথি’র ছিলেন-জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াছমিন.সদস্য জাবেদ মোশারফ রুপক,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ লতিফ সরকার,আঃ রাজ্জাক লাল মিয়া, মজিবুর রহমান শাজাহান,যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনসারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সরকার,শ্রম সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম,ত্রান সম্পাদক আঃ খালেক আকন্দ,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর, সালাউদ্দিন শাহ প্রমূখ।

সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। পরে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মোবারক হোসেন খানকে সভাপতি ও খোরশেদ আলম হাসমতকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.