ইসলামপুরে ওয়ার্ল্ড ভিশন ও পারি এনজিও’র উদ্দোগে মত বিনিময়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গুনগত মান ও অগ্রগতি যাচাই বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং পারটিসিপ্যাটরী এ্যাকশন ফর রুলার ইনোভেশন (পারি) এনজিও উদ্যোগে কমিউনিটি, ইউপি চেয়ারম্যান, সদস্য, গ্রাম উন্নয়ন কমিটি ও এপি সদস্যদের সমন্বয়ে রবিবার ও সোমবার দুইদিন ব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সজল গমেজ, পারি এনজিও এরিয়া ম্যানেজার কমল পাল প্রমূখ বক্তব্য রাখেন।
সভায়,ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শিশু কল্যাণ, শিশু পুষ্টি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নসহ বিভিন্ন দিক নিয়ে আরোকপাত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.