ইসলামপুরে এফ এইচ খান বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্ম প্রতিমন্ত্রীর শিশু খাদ্য বিতরণ


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় বোয়ালমারী গ্রামে ধর্ম প্রতিমন্ত্রীর নামে প্রতিষ্ঠিত এফ এইচ খান (ফরিদুল হক খান) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
গতকাল বৃহস্পতিবার ২৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে শিশু খাদ্য তুলে দেন তিনি।
এফ এইচ খান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, পৌর মেয়র আঃ কাদের শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, প্রতিষ্ঠাতা সভাপতি তারা মিঞা,প্রধান শিক্ষক তামান্না হেনা রেখা প্রমূখ বক্তব্য রাখেন।
সহকারী শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে জুলফিকার রহমান,প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, প্রভাষক শফিকুর রহমান শিবলী, জমিদাতা মাহবুবুর রহমান চুন্নু,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি আইটি পার্ক,আয়ুর্বেদীক হাসপাতালের নির্ধারিত স্থান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.