ইসলামপুরে আচারণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচারণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে বিকাল এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমান এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
তিনি বলেন- নির্দেশনা অনুযায়ী নির্বাচন সুস্থ সুন্দর শান্তিপূর্ণভাবে  হবে। নির্বাচনে যদি কেউ পেশীশক্তি বা অসহনীয় চিন্তা করে থাকে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলে নির্বাচনের আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলার বিষয় মাথায় রেখে নির্বাচনী প্রচারণা করারর নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বাবু,জেলা নির্বাচন কর্মকর্তা  গোলাম মোস্তফা,ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান। সভায় ৬টি ইউনিয়নের সকল প্রার্থীরা অংশ গ্রহন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.