ইসলামপুরে অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তার চেক ও সফট স্কীলস প্রশিক্ষণের শুভ উদ্বোধন 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ৯০জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চেক, ১৫জনকে চিকিৎসা সহায়তার চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং ৬০জনকে সফট স্কীলস প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমানের সভাপতিত্বে, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১ম, ২য়, ৩য় ব্যাচে প্রশিক্ষণ গ্রহণকারী ৯০জনের মাঝে আর্থিক অনুদানের চেক, সনদ বিতরণ এবং ৪র্থ ৫ম ব্যাচে ৬০ জনকে ৫দিন ব্যাপী সফট স্কীলস প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জামান আব্দুন নাসের বাবুল, জেলা সমাজ সেবা কর্মকর্তা রাজু আহাম্মেদ বক্তব্য রাখেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিনের সঞ্চালনায় এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, সদর ইউনিয়ন চেয়ারম্যান শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিদা পারভীন লিপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.