ইসলামপুরে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বলিয়াদহ ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থার অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান বিটিসি নিউজকে জানান, আজ মঙ্গলবার সকালে বলিয়াদহ ডেবরাইপ্যাচ ব্রিজের নিচে মাছ ধরতে গেলে পানিতে ভাসমান অবস্থায় দেড় বছর বয়সী এক কন্যা শিশুর লাশ দেখতে পায় মিনাল নামে স্থানীয় এক জেলে। পরে স্থানীয়রা পানি থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটিকে অন্য কোথাও থেকে এনে পানিতে ফেলা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.