সামাজিক কার্যক্রমব্রেকিং নিউজময়মনসিংহ ইসলামপুরের দূর্গম চরাঞ্চলে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত By বার্তা কক্ষ On অক্টো. ২৬, ২০২৪ Share ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: পুলিশই জনতা- জনতাই পুলিশ এই আলোকে সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও গরুচুরি প্রতিরোধ কল্পে জামালপুরের ইসলামপুরের বেলগাছা ইউনিয়নে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলগাছা ইউনিয়নের মন্নিয়া বাজারে (২৬ অক্টোবর) শনিবার বিকালে এতে সভাপতিত্ব করেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ সাইফ। এতে তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, চেয়ারম্যান আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, ইউপি সদস্য আবু বক্কর মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাবেক সভাপতি নূর আলম, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলিনুর ইসলাম, এসআই আকরাম, এস আই দিপক চন্দ্রপাল, আফজাল হোসেন, এএসআই নাছির উদ্দীন হোসেন, স্থানীয় বিএনপির নেতা সোলাইমান মন্ডল, আব্দুল আজিজ আকন্দ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা দূর্গম চরাঞ্চলের অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করেন। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.