ইসরায়েলে দূতাবাস খুললো আরব আমিরাত

(ইসরায়েলে দূতাবাস খুললো আরব আমিরাত–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরে ইসরায়েলে দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ বুধবার (১৪ জুলাই) তেল আবিবে এই দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত মাসে আমিরাতে নিজেদের দূতাবাস চালু করেছিলো ইসরায়েল। এরই ধারাবাহিকতায় তেল আবিবে নিজেদের দূতাবাস চালু করলো আমিরাত। মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র এই প্রথম সেখানে দূতাবাস খুললো।
রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনে আরব আমিরাতের নতুন দূতাবাস খোলা হয়েছে। ভবনের বাইরে ইসরায়েলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা তার দেশের পতাকা উত্তোলন করেছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা আব্রাহাম চুক্তির আলোকে, গত বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে মধ্যপ্রাচ্যের এই দুই দেশকে অনুসরণ আফ্রিকার মুসলিম দেশ মরক্কো ও সুদান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.