ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে অব্যাহত হামলায় গাজায় বেসমারিক লোক নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটির সেনাদের হামলায় এ সংখ্যা বাড়তে থাকায় তা নিয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটি এবার ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার সরকারি সংবাদমাধ্যম এবিসি প্রতিরক্ষা খাতের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজের সরকার গাজায় বেসামরিক হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা এজন্য ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করা কমিয়ে দিয়েছে।
সূত্রটি জানিয়েছে, ইসরায়েল অস্ট্রেলিয়ার তৈরি বিভিন্ন সরঞ্জাম পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গত মাসের মধ্যে সামরিক বিভাগ তাদের কোনো ধরনের আনুষ্ঠানিক সাড়া দিতে পারেনি। দেশটি থেকে ইসরায়েল হামলার জবাবে পাল্টা হামলার প্রযুক্তি সম্পন্ন ড্রোন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্রটি আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রাখায় দেশটি সঙ্গে কোনোকিছু করার ব্যাপারে ধীরে চলো নীতি গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। সরকারের কোনো ব্যক্তি ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির কোনো চুক্তি অনুমোদন বা প্রত্যাখ্যান করার বিষয়টি দেখতে চাচ্ছে না।
এর আগে গত ২৬ জানুয়ারি আলজাজিরা জানায়, যুদ্ধের এমনপর্যায়ে এসে ইসরায়েল নিজেদের অস্ত্রভাণ্ডার বড়াতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক এইল জামির ওয়াশিংটন সফর করেছেন। ওই সফরে তিনি দেশটির কাছে গাজায় হামলার জন্য উচ্চস্তরের নতুন স্কোয়াড্রন বিমান, মার্কিন যুদ্ধবিমান, আক্রমণাত্মক হেলিকপ্টারসহ বিস্ফোরক চেয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, তেলআবিব নতুন করে ২৫টি এফ৩৫আই যুদ্ধবিমানের বহর, ২৫টি এফ-১৫আইএ যুদ্ধবিমান এবং ১২টি অ্যাপাচি হেলিকপ্টারের বহর যোগ করতে যাচ্ছে।
সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এসব সামরিক চালান পেতে ইতোমধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েল এখন এসব দ্রুত হাতে পেতে তড়িঘড়ি করছে। যদিও টাইমস অব ইসরায়েল সংবাদমাধ্যমটির এ দাবি যাচাই করতে পারিনি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ফিলিস্তিনের প্রায় ২৭ হাজার লোক নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের পাল্টা হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.