বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকা থেকে আজ সোমবার সকালে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুড়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আস্কেলনে অবস্থান করছেন সিএনএনের একদল সাংবাদিক। তারা সেখানে রকেট হামলার শব্দ শুনেছে। সোমবার স্থানীয় সময় মধ্যদুপুরে অন্তত ছয়টি রকেট আঘাত হেনেছে।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, একটি রকেট আস্কেলনের একটি শিল্প কমপ্লেক্সে পড়েছে। বাকিগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রতিহত করেছে।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। হামাসের দাবি, তারা ২০ মিনিটের মধ্যে পাঁচ হাজার রকেট ইসরায়েল ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে এক হাজার ৪০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি।
হামাসের হামলার জবাবে সেইদিন থেকে গাজায় পাল্টা আক্রামণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.