ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। তিন ইরানি কর্মকর্তা এ নির্দেশ সম্পর্কে জানিয়েছেন।
রেভল্যুশনারি গার্ডসের দুই সদস্যসহ তিন ইরানি কর্মকর্তা বলেন, বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক জরুরি বৈঠকে খামেনি হামলার ওই নির্দেশ দেন।
এর আগে রাতে ইরান হানিয়ার নিহত হওয়ার খবর জানায়। ওই তিন কর্মকর্তা তাদের নাম প্রকাশ না করতে বলেছেন। কারণ প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে তারা অনুমোদিত নন।
ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে ইরান ও হামাস ইসরায়েলকে দোষারোপ করছে। ইসরায়েল বর্তমানে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত। দেশটি হানিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেনি।
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। বিদেশে শত্রুদের হত্যায় ইসরায়েলের ইতিহাস বেশ দীর্ঘ। হত্যাকাণ্ডের শিকার হওয়ার তালিকায় ইরানের পরমাণু বিজ্ঞানী থেকে শুরু করে সামরিক কমান্ডাররাও রয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.