ইসরায়েলে ম্যাক্রোঁ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন জানাতে মঙ্গলবার তেল আবিব পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকের দেওয়া তথ্য অনুসারে, তিনি এই সফরে ইসরায়েলকে সমর্থনের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়েও আলোচনা করবেন বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ম্যাক্রোঁর কার্যালয় ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ এবং পশ্চিম তীরের উপনিবেশ বন্ধ করা বিষয়ে ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনা করবেন ম্যাক্রোঁ।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন, দেশটিতে সফরও করেছেন। তারই ধারাবাহিকতায় ম্যাক্রোঁ ইসরায়েল সফর করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার’ রয়েছে এমন যুক্তি দেখিয়ে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে পশ্চিমা দেশগুলো। এদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.