ইসরায়েলে গৃহযুদ্ধের পূর্ভাবাস দেখছেন না বাইডেন : হোয়াইট হাউস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কিত বিচার ব্যবস্থার সংশোধন নিয়ে কয়েক সপ্তাহের অস্থিরতার পর ইসরায়েল গৃহযুদ্ধে জড়ানোর কোনো পূর্ভাবাস দেখছেন না। সোমবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘প্রেসিডেন্ট বিশ্বাস করেন, ইসরায়েলের শক্তিশালী গণতন্ত্রের ইতিহাস রয়েছে।এ কারনে গৃহযুদ্ধের কোন লক্ষণ দেখছি না।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারের পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক উপায়ে, আপনি একই ঐতিহ্য দেখতে পাচ্ছেন।’
কিরবি বলেন, যদিও বিচার বিভাগ নিয়ে নেতানিয়াহু সরকারের পরিকল্পনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ‘উদ্বেগ’ রয়েছে, তবে ‘ইসরায়েল যে কোনও ধরণের গৃহযুদ্ধে জড়াতে চলেছে, এমন ধারণার ব্যাপারে প্রেসিডেন্ট উদ্বিগ্ন নন।’ #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.