ইসরায়েলকে লক্ষ্য করে ৭০ রকেট ছুড়ল হিজবুল্লাহ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়া শুরু করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের আল মায়েদিন টিভির বরাত দিয়ে রোববার (২৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আল মায়েদিন জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের পশ্চিম আল-জলিলের দিকে ৭০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। সেইসঙ্গে পশ্চিম গালিলি ও গোলান মালভূমি গভীরে লক্ষ্যবস্তু করে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়ছে।
তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- তানিয়ে কিছু জানা যায়নি। 
এর আগে লেবাননের দক্ষিণে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল মায়েদিন বলছে, ২০ মিনিটের বেশি সময় ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.