ইসরাইলের বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলা, আকাশসীমা বন্ধ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে আঘাত হেনেছে। যার ফলে আকাশসীমা বন্ধ রাখা হয়েছে এবং বিমান চলাচল স্থগিত করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ইসরাইলি সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে।
ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন লোহিত সাগরের তীরবর্তী শহর আইলাতের কাছে রামন বিমানবন্দরের আঘাত হানে।
এটি জানিয়েছে যে বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের জন্য কাজ করা হচ্ছে।
এদিকে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থতার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ইরান-সমর্থিত হুতিরা ইসরাইলের দিকে হাজার হাজার কিলোমিটার উত্তরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করছে, যা ফিলিস্তিনিদের সাথে সংহতি জানাতে করা হচ্ছে বলে দাবি করে গোষ্ঠীটি।
ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অনেক সদস্য নিহত হওয়ার দুই সপ্তাহ পর রোববার এই হামলাটি হলো।
এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ড্রোনের আঘাতে দুইজন সামান্য আহত হয়েছেন।
এর আগে মে মাসে, ইসরাইলের প্রধান বিমানবন্দরের কাছে একটি হুতি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে চারজন সামান্য আহত হন। অনেক বিমান সংস্থা কয়েক মাসের জন্য ইসরাইলে তাদের ফ্লাইট বাতিল করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.