ইসরাইলের পক্ষে নজিরবিহীন পদক্ষেপ নিল বাহরাইন

(ইসরাইলের পক্ষে নজিরবিহীন পদক্ষেপ নিল বাহরাইন–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে  ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তোলা একটি নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি বাহরাইন।
গত মঙ্গলবার( ২৩ মার্চ) ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওই ভোটাভুটিতে প্রথম কোনো আরব দেশ হিসেবে ভোটদান থেকে বিরত থাকে বাহরাইন। দেশটির এই পদক্ষেপকে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
জাতীয় মানবাধিকার পরিষদে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল বছরের পর বছর ধরে যে হত্যা, নির্যাতন-নিপীড়ন এবং চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হয়।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন এক প্রতিবেদনে জানায়, অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট না দেয়ার ক্ষেত্রে সর্বপ্রথম বাহারানই এমন কর্মকান্ড করলো।

মানবাধিকার পরিষদের ৪৭টি দেশের মধ্যে বাংলাদেশসহ ৩২টি দেশ নিন্দা জানানোর পক্ষে ভোট দিয়েছে। ফলে প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়। প্রস্তাবের ওপর ভোট দেয়া থেকে বিরত ছিল বাহরাইন, ভারত, ব্রিটেন, নেপাল, ফিলিপাইন, ইউক্রেন, বাহামা, চেক রিপাবলিক, মার্শাল দ্বীপপুঞ্জ এবং উত্তর আয়ারল্যান্ড।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.