বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:গাজায় ইসরাইলের হামলা বাড়ানোর পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এটি গাজায় স্থায়ী যুদ্ধের দিকে নিয়ে যাবে।
সোমবার (১১ আগস্ট) দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গত সপ্তাহে গাজা শহর দখল করতে, আক্রমণের একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যা দেশ-বিদেশ থেকে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘গাজা শহর এবং মাওয়াসি শিবিরে ইসরাইলি মন্ত্রিসভার অভিযান সম্প্রসারণ এবং পুনরায় দখলের ঘোষণা এক ভয়াবহ বিপর্যয় এবং একটি অন্তহীন যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।’
ম্যাক্রোঁ আরও বলেন, ‘ ইসরাইলের এই সিদ্ধান্তের প্রাথমিক শিকার হতে পারে বন্দি জিম্মি এবং গাজার জনগণ।ম্যাক্রোঁ গত মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রোববার ইসরাইলি সেনাবাহিনীর তরফ থেকে পরিকল্পনা পরিবর্তনের আহ্বান সত্ত্বেও, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ইসরাইলের কাছে কাজ শেষ করে হামাসকে পরাজিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই।’
রোববার আল জাজিরার একজন বিশিষ্ট সংবাদদাতা এবং তার চার সহকর্মীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলা চালিয়ে হত্যা করার মধ্যে এই পদক্ষেপ জানাল ইসরাইল।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, গাজায় সাংবাদিকদের বারবার লক্ষ্যবস্তু করার বিষয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। অন্যদিকে জাতিসংঘ বলেছে যে এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.