ইসরাইলি ‘সহিংস চরমপন্থি’ গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় উপত্যকাগামী ত্রাণবাহী গাড়িবহর অবরুদ্ধ ও ক্ষতিগ্রস্ত করার অভিযোগে একটি ‘সহিংস চরমপন্থি’ ইসরায়েলি গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের ‘টিজাভ ৯’ গ্রুপের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয় বাইডেন প্রশাসন। গ্রুপটির বিরুদ্ধে অভিযোগ- তারা গাজায় সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি, ত্রাণবাহী ট্রাকে লুটপাট করে এবং আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘গাজার মানবিক সংকটকে আরও খারাপ হওয়া থেকে রোধ করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমানোর জন্য মানবিক সহায়তার বিধান অত্যাবশ্যক। গাজার পথে ইসরায়েল এবং পশ্চিম তীরে ট্রানজিট করা ত্রাণবাহী ট্রাকগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলি সরকারের দায়িত্ব। আমরা এই অত্যাবশ্যক মানবিক সহায়তাকে লক্ষ্য করে নাশকতা ও সহিংসতা সহ্য করব না।’
বৃহস্পতিবার ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলো বলেছিল, ইসরায়েলের পুলিশ কমিশনার কোবি শাবতাই জানিয়েছেন- দেশটির উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির গাজায় ত্রাণবহরকে নিরাপত্তা দেওয়ার একটি আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এর একদিন পরেই যুক্তরাষ্ট্র ওই ঘোষণা দিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.