ইসরাইলি জাহাজ নিষিদ্ধ করল কুয়েত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী দেশ ইসরাইলের কোনো পণ্যবাহী জাহাজ কুয়েতের জলসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত রবিবার মধ্যপ্রাচের এ আরব দেশটি এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করে। খবর আরব নিউজের।
কেবল কুয়েতগামী নয়, যে কোনো দেশে যাওয়ার পথে এখন থেকে ইসরাইলি জাহাজ আর কুয়েতের জলসীমা ব্যবহার করতে পারবে না।
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোরবিরোধী কুয়েত। গত মে মাসে দেশটির পার্লামেন্টে আইন পাস করে ইসরাইলে কুয়েতিদের সফর নিষিদ্ধ করা হয়।
কুয়েতি বংশোদ্ভূত প্রবাসীও ইসরাইলের সঙ্গে ব্যবসাবাণিজ্য করতে পারবে না। ইসরাইলের কোনো পণ্যও কুয়েতে প্রবশের অনুমোতি নেই।
ইসরাইলের পক্ষে কথা বলায় এর আগে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর ভাষায় হুশিয়ার করে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.