ইসরাইলকে ‘এক বছর’ সময় দিলেন মাহমুদ আব্বাস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস অধিকৃত ফিলিস্তিন ভূ-খন্ড থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার করে চিরতরে চলে যেতে ইসরাইলকে এক বছর সময় দিয়েছেন। তিনি বলেছেন, অন্যথায় ১৯৬৭ পূর্ব সীমান্তের ওপর ভিত্তি করে ইহুদি এ রাষ্ট্রকে আর মেনে নেবেন না।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চূয়ালি দেয়া এক ভাষণে গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আব্বাস ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে’ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান।
তবে এমন সম্মেলন আয়োজনের অনুরোধ জানানোর পাশাপাশি এ ব্যাপারে তিনি এক ধরনের আল্টিমেটাম ও দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা দখলদার শক্তি ইসরাইলকে পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সালে অধিকৃত ফিলিস্তিন ভূ-খ- থেকে চলে যেতে এক বছর সময় দিয়েছি।’
আব্বাস আরো বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা দেয়ার বিষয় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে ‘এ বছর জুড়ে কাজ করতে’ ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, তবে এ সময়ের মধ্যে সংকট সমাধান না হলে, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরাইলের স্বীকৃতি কেন বজায় রাখতে হবে?
ফিলিস্তিন নেতা আরো বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে।
মধ্যপ্রাচ্যের মাঝামাঝি দ্বি-রাষ্ট্র সমাধান অর্জনের শান্তি প্রক্রিয়া বছরের পর বছর ধরে স্থবির হয়ে পড়ে রয়েছে।
ফিলিস্তিন নেতার এমন দাবি ইসরাইল তাৎক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছে। (সূত্র: এএফপি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.