বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার আনোয়ার ইবরাহিম। রোববার (১৯ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আনোয়ার ইবরাহিম বলেন, গাজায় গণহত্যা চলছে। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে পারবে না। এ সময় তিনি মানবতা ও বিশ্বব্যাপী নিন্দার দিকে মনোনিবেশ করার পক্ষেও কথা বলেছেন।
গাজা গণহত্যায় উদ্বেগ প্রকাশ করে তিনি ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানান।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩৫ হাজার ৪৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৭৯ হাজার ৪৭৬ জন আহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭০ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.