ইশান-পান্ডিয়ার পাল্টা আক্রমণে শক্ত অবস্থানে ভারত

বিটিসি স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথমে বিপর্যয়ে পড়ে ভারত। ৬৬ রান তুলতেই দলটি হারিয়ে বসে টপ অর্ডারের চার ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলকে।
পঞ্চম উইকেটে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া। শুধু প্রতিরোধই না, পাল্টা আক্রমণে দলকে নিয়ে যাচ্ছেন শক্ত অবস্থানে। এরই মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইশান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের রান ২৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৭। ৫৭ বলে ৫৫ রান নিয়ে উইকেটে আছেন ইশান কিশান। আরেক প্রান্তে হার্দিক পান্ডিয়া অপরাজিত ৪৮ বলে ৩৭ রান করে। এখনো পর্যন্ত এই জুটি থেকে এসেছে ৮১ রান।
এদিন ভারতের ইনিংসের ৪ ওভার ২ বল খেলা হতেই নামে বৃষ্টি, রান তখন বিনা উইকেটে ১৫। বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়। তবে কোনো ওভার কাটা যায়নি। ভেজা পিচে খেলতে নেমেই শাহীন আফ্রিদির তোপের মুখে পড়ে ভারত। তার আগুনে বোলিংয়ে উইকেটে টিকতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং দলের সেরা ব্যাটার বিরাট কোহলি।
পঞ্চম ওভারের শেষ বলে দলীয় ১৫ রানের মাথায় শাহীনের দুর্দান্ত বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন রোহিত (১১)। সপ্তম ওভারে এসে আবারও শাহীনের আঘাত। ২৭ রানের মাথায় বিরাট কোহলিকেও (৫) বোল্ড করেন শাহীন। দশম ওভারে আবারও ভারতীয় শিবিরে আঘাত। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া শ্রেয়াস আইয়ারকে ফেরান হারিস রউফ। ৯ বলে ১৪ রান করা আইয়ারকে মিডউইকেটে ক্যাচে পরিণত করেন ফখর জামান।
আবহাওয়ার পূর্বাভাস আগেই বলা হয়েছিল এই ম্যাচে বৃষ্টির বাধা আসবে। সেটিই হয়েছে। ১২তম ওভারে দুইটি বল হতেই আবারও হানা দেয় বৃষ্টি। তবে বেশিক্ষণ থাকেনি, ২০ মিনিট পরই খেলা শুরু হয়। কিছুক্ষণ পর আবারও হারিসের আঘাত। ১৫তম ওভারের প্রথম বলে উইকেটে টিকে থাকতে সংগ্রাম করা গিলকে ফেরান তিনি। ৩২ বলে ১০ রান করা গিলও আউট হন রোহিতের মতো, ব্যাটের কানায় লেগে সরাসরি স্টাম্পে। এরপরই জুটি বাধেন ইশান ও পান্ডিয়া।
শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘এ’ গ্রুপের এই ম্যাচ। পাকিস্তানের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বড় ব্যবধানে তারা হারিয়েছে নেপালকে। অন্যদিকে আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে রোহিত শর্মার দল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.