ইরান-সিরিয়া নিয়ে পুতিনের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর আলোচনা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো রাশিয়া সফর করেছেন ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। সুচিতে কৃষ্ণ সাগর অবকাশ কেন্দ্রে গতকাল শুক্রবার (২২ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানান। 
এ সময় দেশ দুটির রাষ্ট্রপ্রধান ইরান ও সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
দুই দেশের মধ্যে সংস্কৃতি, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
এ সময় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনকে উদ্বেগের কথা জানান ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।
এছাড়া, সিরিয়ার বিভিন্ন প্রদেশে ইরানের মতদপুষ্ট লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাফতালি।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এ কারণেই ইসরাইলের উৎকণ্ঠা বেড়েছে সিরিয়াকে নিয়ে। (সূত্র: আল-জাজিরার)। #

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.