ইরান সফরে যাচ্ছেন পুতিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ এ কথা জানান।
তবে কবে নাগাদ পুতিন এ সফরে যাচ্ছেন তা এখনও নির্ধারণ করা হয়নি। খবর তেহরান টাইমসের।
পুতিনের ইরান সফর এবং ‘আস্তানা’ ফরম্যাটের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে তিনি (পুতিন) অবশ্যই সেখানে সফরে যাবেন, তবে সঠিক তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।’
আস্তানা সম্মেলনের মতো একটি সম্মেলনের আয়োজন করতে পারে ইরান। সেখানে পুতিন অংশ নেবেন বলে জানা গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনেও তেহরানে ইরান, রাশিয়া ও তুরস্কের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সম্মেলনের পরিকল্পনার কথা বলেছেন।
করোনার মহামারি ছড়িয়ে পড়ার আগেই এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে কয়েক দফা এ সম্মেলন স্থগিত করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.