বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে জ্বালানি তেল কেনায় জড়িত থাকার অভিযোগে ছয় ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করে।
ভারতের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণার পরই ছয় ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। বুধবার ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় ট্রাম্প ভারতের ওপর শুল্কারোপের বিষয়টি জানান যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
বুধবারই মার্কিন পররাষ্ট্র দফতর এক ঘোষণায় জানায়, ইরানের পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকায় ছয়টি ভারতীয় কোম্পানিসহ মোট ২০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা মূলত ইরানের রাজস্ব প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য ওয়াশিংটনের বৃহত্তর কৌশলের অংশ। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের তেল বিক্রির অর্থ সন্ত্রাসবাদে অর্থায়ন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করা এবং এর নাগরিকদের ওপর নির্যাতন চালানোর জন্য ব্যবহৃত হয়।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দিতে তাদের তেল বিক্রি থেকে উপার্জিত রাজস্ব ব্যবহার করছে। আজকের এই পদক্ষেপের মাধ্যমে আমরা সেই অর্থপ্রবাহ বন্ধের চেষ্টা করছি, যা তারা বিদেশে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং দেশের জনগণের ওপর দমনপীড়নে ব্যবহার করে।’
নিষেধাজ্ঞায় থাকা ছয় ভারতীয় কোম্পানি হচ্ছে- অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড এবং কাঞ্চন পলিমার।
এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন যেকোনো স্থানে এসব কোম্পানির সম্পদ ও স্বার্থ জব্দ থাকবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান বা কোম্পানি ৫০ শতাংশ বা তার বেশি শেয়ারে এসব নিষিদ্ধ কোম্পানির মালিকানায় রয়েছে, তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা দেশের ভেতর দিয়ে (বা হয়ে) এসব নিষিদ্ধ কোম্পানির সম্পদ বা স্বার্থসম্পন্ন যেকোনো লেনদেন নিষিদ্ধ। এছাড়া এদেরকে অর্থ, পণ্য বা সেবা দেয়াও নিষিদ্ধ, আবার এসব কোম্পানির পক্ষ থেকে সেসব গ্রহণ করাও নিষিদ্ধ।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.