বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, মিথ্যা অজুহাতে ইরানে যে কোনো হস্তক্ষেপকারী হাত দেশে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে এবং অনুশোচনাপ্রসূত জবাব দেওয়া হবে।
শুক্রবার (২ নভেম্বর) এক্স-পোস্টে রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, ইরানের জনগণ ‘উদ্ধারের’ আমেরিকান ধারণাটি খুব ভালোভাবে জানে – ইরাক এবং আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে শুরু করে গাজা পর্যন্ত।
এর আগে ইরানে বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যদি ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে’ তাহলে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে।
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর আলী শামখানি আরও বলেছেন, ‘ইরানের জাতীয় নিরাপত্তা একটি লাল রেখা, বেপরোয়া খেলার মাঠ নয়।’ #















