ইরানে শক্তিশালী ভূমিকম্পে ৬ জন নিহত ও ৩ শতাধিক আহত

ছবি: সংগৃহীত:

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় আজ শুক্রবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ৬ জন নিহত ও ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ইরানের ভূমিকম্পন কেন্দ্র জানায়, ভূমিকম্পটি আজ শুক্রবার ভোরে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ নগরীর প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানে।

মাঝারি মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র আট কিলোমিটার গভীরে। প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার পর অঞ্চলটিতে পরপর চারবার ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার জারি করা সতর্ক বার্তায় বলা হয়েছে, এ ভূমিকম্পে অনেক লোক হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক দশকগুলোতে ইরানে বেশ কয়েকবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ২০০৩ সালে দেশটির প্রাচীন নগরী বমে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৩১ হাজার লোক প্রাণ হারায়। # (সূত্র: আল-জাজির) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.