ইরানে বিক্ষোভে ৩১ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে ঘিরে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত ৩১ জন বেসামরিক মানুষ মারা গেছেন বলে জানিয়েছে ইরান হিউম্যানস রাইটস (আইএইচআর)। বৃহস্পতিবার এ দাবি জানায় আইএইচআর।
গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান মাসা আমিনি। ঠিকমতো হিজাব না পরায় ১৩ সেপ্টেম্বর রাজধানী তেহরানে তাকে ইরানের ‘নৈতিকতা পুলিশ’ গ্রেফতার করেছিল।
পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনদিন কোমায় থাকার পর মৃত্যুর কোলে ঢলে পরেন এ কুর্দি তরুণী।
তার মৃত্যুর পর তার জন্মস্থান কুর্দিস্থানে বিক্ষোভ শুরু হয়। যা এখন  ইরানের বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পরেছে।
আইএইচআর জানিয়েছে, অন্তত ৩০টি স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
মানবাধিকার সংস্থাটি দাবি করেছে, শুধুমাত্র বুধবার রাতে মাজানদারান প্রদেশের আমল নামক স্থানে ১১ জন ও বাবল নামক স্থানে ৬ জন নিহত হয়েছেন।
তাছাড়া তাবরিজ শহরেও একজনের মৃত্যুর খবর জানিয়েছে সংস্থাটি। (সূত্র: এএফপি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.