ইরানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত-২৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস বিস্ফোরণের কারণে ওই কয়লা খনিতে এখনো ২৪ জন আটকা পড়ে আছে।
ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, মদনজু কোম্পানি পরিচালিত ওই কয়লা খনির ব্লক বি এবং সি’তে মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। এর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আহত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়লা খনিটিতে বিস্ফোরণের সময় ৬৯ জন কাজ করছিলেন। ইরানি মিডিয়া বলছে, স্থানীয় সময় শনিবার রাত ৯টায় এই বিস্ফোরণ ঘটে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.