ইরানে ইসরায়েলি বোমা হামলায় নিহত বেড়ে ১০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরায়েলি বোমা হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) গুপ্তচর প্রধান ও তার সহকারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই বিমান হামলা করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বোমা হামলার লক্ষ্যস্থান উল্লেখ করে সিরিয়ান আরব বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের রাজধানী শহর দামেস্কের মাজেহ পাড়ায় বোমা হামলা করা হয়েছে। এই হামলা চালিয়েছে ইসরায়েল।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা ছয় থেকে বেড়ে দশ দাঁড়িয়েছে।
বিমান হামলার ঘটনা ব্যাখ্যা করে একটি বিশ্বাসযোগ্য সূত্র আল জাজিরাকে জানিয়েছে, আইআরজিসির গোয়েন্দা ইউনিট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেখানে গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীরা এক সঙ্গেই ছিলেন।
প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসরায়েল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.