বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সাথে সম্পর্ক মস্কোর কাছে একটি অগ্রাধিকার। তুর্কমেনিস্তানের আশখাবাতে শুক্রবার (১১ অক্টোবর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক বৈঠকের পর তিনি বলেন, বিশ্বের ঘটনাবলি নিয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গি ‘কাছাকাছি’।
পুতিন বলেন, ‘ইরানের সাথে সম্পর্ক আমাদের জন্য একটি অগ্রাধিকার, এই সম্পর্ক অত্যন্ত সফলভাবে বিকশিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সক্রিয়ভাবে আন্তর্জাতিক অঙ্গনে একসাথে কাজ করছি এবং বিশ্বের ঘটনা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি প্রায়শই খুব কাছাকাছি।’
পুতিনের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘আন্তরিক’ বলে বর্ণনা করেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অবস্থান একই।’ তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বেশ জটিল। যুক্তরাষ্ট্র ও ইউরোপ চায় না মধ্যপ্রাচ্য স্থিতিশীল হয়ে উঠুক।’
ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা ও বেসামরিক প্রাণহানির কঠোর নিন্দা জানান মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি ইসরায়েলের এই হত্যাযজ্ঞে ইসরাইলকে অব্যাহত সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন তিনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.